শিশুদের Perthe’s Diseses এর কারণ, লক্ষণ এবং প্রতিকার!

Discussions

১২ বছর বয়েসি শিশু হঠাৎ করেই কি একটু খুঁড়িয়ে হাঁটছে? অথবা হাঁটু ব্যথা বা কুঁচকিতে ব্যথার কথা বলছে? হতে পারে আপনার শিশু Perthe’s Diseses ভুগছে।

Perthe’s Diseses কী?
এটি শিশুদের হিপ জয়েন্ট (কোমরের জোড়া) এর একটি রোগ যাতে ফিমারের হেড (উরুর হাড়ের গোল বলের মত মাথা) টি রক্ত প্রবাহে ঘাটতির কারণে ধীরে ধীরে নষ্ট হয়ে যায়। 

কাদের হয়?
সাধারণত ১০ বছরের শিশুদের মধ্যে এই রোগ দেখা যায়। মেয়ে শিশুদের তুলনায় ছেলে শিশুদের মধ্যে এই রোগের হার বেশি।

রোগের কারণ কী এবং এতে কী হয়?
জন্মগত কিংবা আঘাতজনিত কারণে এটি হতে পারে। সঠিক কারণ এখনো অজানা। তবে কম ওজনে জন্ম নেয়া শিশু, খর্বাকায় শিশু, পরোক্ষ ধূমপানের শিকার, ADHD (Attension Deficit Hyperkinetic Disorder) আক্রান্ত শিশুদের মাঝে বেশি দেখা যায়।

এই রোগে উরুর হাড়ের গোল বলের মত মাথার রক্তপ্রবাহ বাধাগ্রস্ত হয়। ধীরে ধীরে হাড় নষ্ট হয় এবং কিছু নতুন হাড় তৈরি হয়। ফলে মাথার গোল বলটির আকৃতি নষ্ট হয়ে যায়। 

লক্ষণ সমূহঃ
) খুঁড়িয়ে হাঁটা
) কুঁচকিতে বা হাঁটুতে ব্যথা
) কোমরের জয়েন্টের নড়াচড়ায় সীমাবদ্ধতা
) উরুর মাংস পেশীর দুর্বলতা

রোগনির্ণয় করা হয় কিভাবে?
শারীরিক পরীক্ষা নিরীক্ষা, এক্সরে এবং প্রয়োজনে এমআরআই এর মাধ্যমে।

চিকিৎসাঃ
চিকিৎসার প্রধান লক্ষ্য হচ্ছে ফিমারের মাথাটি যথাসম্ভব গোল রাখার জন্য চেষ্টা করা। চিকিৎসার ধরণ নির্ভর করে রোগীর বয়স, রোগের প্রকৃতি এবং রোগের বর্তমান অবস্থার উপর।
) ননসার্জিক্যালঃ ব্রেস বা স্প্লিন্ট, ফিজিওথেরাপি এবং ব্যথানাশক ঔষধ
) সার্জিক্যালঃ অস্টিওটমি  

করণীয়ঃ
আপনার নবজাতক / শিশুর মধ্যে উল্লেখিত কোন ধরণের অসংলগ্নতা পরিলক্ষিত হলে অতিদ্রুত একজন অর্থোপেডিক বিশেষজ্ঞের পরামর্শ নিন।

Chamber address Dr. Reaz Mahmud
Chamber address Dr. Reaz Mahmud
Chamber address Dr. Reaz Mahmud