গাউট বা গেটেবাতে কি কি খাবার এড়িয়ে চলবেন?

Discussions

গাউট বা গেটেবাত হাড়ের জয়েন্ট বা জোড়াগুলোর এক ধরনের প্রদাহজনিত রোগ। অধিকাংশ ক্ষেত্রেই (৯৫%) গাউট রোগের উৎপত্তির কারণ এখনো অজানা। রক্তে ইউরিক এসিডের মাত্রা বেড়ে গেলে তা জয়েন্টে স্ফটিক (crystal) আকারে জমা হয়ে গাউট রোগের উপসর্গ দেখা দেয়।

ইউরিক এসিড কিভাবে তৈরি হয়?
প্রোটিন জাতীয় খাবার ভেঙে পিউরিন এবং পাইরিমিডিন তৈরি হয়। এই পিউরিন ভেঙে ইউরিক এসিড তৈরি হয়। ইউরিক এসিড প্রস্রাবের সাথে শরীর থেকে বের হয়ে যায়। কোন কারণে শরীরে অতিরিক্ত ইউরিক এসিড তৈরি হলে বা কিডনি দিয়ে প্রস্রাবের সাথে বের হয়ে যেতে না পারলে তার পরিমাণ রক্তে বেড়ে যায়। 

গেটেবাতে করনীয় কী?
দীর্ঘমেয়াদী সুস্বাস্থ্য রক্ষায় খাদ্যাভ্যাস পরিবর্তন, ওজন কমানো, শরীর চর্চা এবং এলকোহল বা মদপানের অভ্যাস পরিত্যাগ বাঞ্ছনীয়।

কী কী খাবার এড়িয়ে চলতে হবে?
– লাল মাংস (গরু/খাসি/ভেড়া/মহিষ) (Red meat)
– কলিজা, তিল্লী, গুর্দা ইত্যাদি (Organ meat)
– চিনিযুক্ত কোমল পানীয়, জুস
– এলকোহল, এনার্জি ড্রিংক

Chamber address Dr. Reaz Mahmud
Chamber address Dr. Reaz Mahmud
Chamber address Dr. Reaz Mahmud