শিশুদের ডেভেলমেন্টাল হিপ ডিসপ্লাসিয়া (DDH) এর কারণ, লক্ষণ ও করনীয়

Discussions

নবজাতকের একটি পা কি ছোট মনে হচ্ছে, অথবা শিশু একটু খুঁড়িয়ে হাঁটছে? হতে পারে আপনার শিশু/নবজাতক হিপ ডিসপ্লাসিয়াতে আক্রান্ত। 

DDH / ডেভেলপমেন্টাল ডিসপ্লাসিয়া অফ হিপ কী?
নবজাতক বা শিশুর হিপ জয়েন্ট (কোমর) এর বেশ কিছু ধরণের জন্মগত সমস্যাকে একত্রে ডেভেলপমেন্টাল ডিসপ্লাসিয়া অফ হিপ বলা হয়ে থাকে। এর মধ্যে এসিটাবুলাম এর গভীরতা কমে যাওয়া থেকে হিপ ডিসলোকেশন পর্যন্ত হতে পারে। 

কারণ এবং ঝুঁকিসমূহঃ

  • গর্ভে শিশু উল্টে থাকা
  • প্রথম শিশুদের ক্ষেত্রে 
  • মেয়ে শিশুদের ক্ষেত্রে ঝুঁকি বেশি
  • পারিবারিক/ জিনগত কারণে ঝুঁকি বাড়ে

লক্ষণসমূহঃ
নবজাতকের ক্ষেত্রেএক পা ছোট থাকা, উরুর চামড়ার ভাঁজে অসমতা, আক্রান্ত পায়ের নড়াচড়ায় সমস্যা ইত্যাদি

শিশুদের ক্ষেত্রেখুঁড়িয়ে হাঁটা, হাসের মত পা ফেলে হাঁটা, এক পায়ে বুড়ো আঙুলে ভর দিয়ে হাঁটা ইত্যাদি

রোগ নির্ণয়ঃ

  • নবজাতকের ক্ষেত্রেফিজিক্যাল এক্সামিনেশন এর মাধ্যমে 
  • মাসের কম শিশুদের ক্ষেত্রেহিপের আল্ট্রাসনোগ্রাম
  • এক্সরে হিপবড় শিশুদের ক্ষেত্রে

চিকিৎসাঃ
শিশুর বয়স, রোগের মাত্রা ইত্যাদির উপর ভিত্তি করে চিকিৎসার ধরণ নির্ধারন করা হয়। 

করণীয়ঃ
আপনার নবজাতক / শিশুর মধ্যে উল্লেখিত কোন ধরণের অসংলগ্নতা পরিলক্ষিত হলে অতিদ্রুত একজন অর্থোপেডিক বিশেষজ্ঞের পরামর্শ নিন।

Chamber address Dr. Reaz Mahmud
Chamber address Dr. Reaz Mahmud
Chamber address Dr. Reaz Mahmud